সারা পৃথিবীর বহু মহিলার বক্তব্য, কোভিডের টিকা নেওয়ার পর তাঁদের মাসিক ঋতুচক্রে কিছু পরিবর্তন দেখা গিয়েছে। কারও মনে হচ্ছে তাঁর বেশি রক্তপাত হচ্ছে, কারও কারও ক্ষেত্রে আবার পিরিয়ড পিছিয়ে গিয়েছে। মোনোপজ হয়ে যাওয়া কিছু মহিলা দাবি করেছেন যে ভ্যাকসিন নেওয়ার পর তাঁরা ফের ঋতুমতী হয়েছেন।
এমনিতেই ভ্যাকসিনেশন যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই বাতাসে ভাসছে নানা গুজব। কারও ধারণা, কোভিড ভ্যাকসিন বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াবে, কোথাও বা রটানো হয়েছে যে ঋতুমতী মহিলাদের টিকা দেওয়া যাবে না। প্লিজ এ সব গুজবে কান দেবেন না।
বিবিসি এ বিষয়ে নানা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য জোগাড় করেছে। তা থেকে জানা গিয়েছে –
. এই পরিবর্তনে ঘাবড়াবেন না, সারা পৃথিবীতেই স্ত্রী-রোগ বিশেষজ্ঞদের তত্ত্ববধানে এ বিষয়ে গবেষণা চলছে। সবারই ধারণা, এ পরিবর্তন একেবারেই সাময়িক, কয়েকটি সাইকেল গেলেই আবার সব ঠিক হয়ে যাবে।
. আমাদের সেক্স হরমোন আর ইমিউনিটির মধ্যে গভীর সম্পর্ক আছে, একটি অন্যটিকে প্রভাবিত করে। কোভিড ভ্যাকসিন যেহেতু আমাদের ইমিউনিটি বা প্রতিরোধক্ষমতাকে সরাসরি প্রভাবিত করছে, তার ফলে ব্লিডিং প্যাটার্নে কিছু পরিবর্তন আসতে পারে।
. ইউটেরাসের দেওয়ালেও কিন্তু প্রচুর ইমিউনিটি সেল থাকে। তাদের মূল কাজ হচ্ছে ডিম্বাণুর নিষেকে যেন কোনওরকম বাধা না আসে তা দেখা। ইমিউনিটি কোষের নির্দেশেই ইউটেরাসের লাইনিং তৈরি হয়। ভ্যাকসিনের প্রভাবে সেই প্রতিরোধী কোষে কিছু পরিবর্তন আসাটাও বিচিত্র নয় – তারই ফলে পরিয়পড বেশি/কম হতে পারে।
. কিছু স্ত্রী-রোগ বিশেষজ্ঞের বক্তব্য, জ্বর আসার মতোই পিরিয়ড বেশি বা কম হওয়াটাও সাইড এফেক্টের লক্ষণ। কারও কারও ক্ষেত্রে নির্ধারিত দিনে ঋতুস্রাব শুরুও হচ্ছে না। কোনওরকম সন্দেহ হলেই একবার আপনার গাইনিকোলজিস্টের সঙ্গে কথা বলে নিতে হবে অতি অবশ্যই।
. পিরিয়ডের সময়েও ভ্যাকসিন নেওয়া যায়। কোনও ভুল ধারণার বশবর্তী হয়ে আপনার ভ্যাকসিনের ডেট ক্যানসেল করবেন না।
. ভ্যাকসিন ছাড়াও কিন্তু বাড়তি স্ট্রেসের কারণে আপনার পিরিয়ডের প্যাটার্নে বদল আসতে পারে। কোনও কারণে খুব চিন্তায় আছেন কি? নিয়মিত খাওয়াদাওয়া করুন, বিশ্রাম নিন, অল্প ব্যাইয়াম করতে পারলেও খুব ভালো হয়।
. যদি দেখেন যে মাস দুয়েকের মধ্যেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, তা হলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
. গর্ভবতী মহিলারা স্বচ্ছন্দে ভ্যাকসিন নিতে পারেন, তাতে গর্ভপাতের আশঙ্কা নেই